নিজস্ব প্রতিনিধি : বিজয়ের মাসে চলে গেছেন দেশের আরো একজন সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো ইমাম বারী (৭৪)। মহান স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় বীর সৈনিক পাকিস্থানি হানাদার ও তাদের দোসরদের নির্মম নির্যাতনের শিকার বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো ইমাম বারী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়াস্থ এলাকায় ভাড়া বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রজিউন)। বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ড ইমাম বারী দীর্ঘদিন মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত থাকার পর বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার জহরের নামাজ বাদ রাষ্ট্রীয়মর্যাদা ও জানাজার নামাজ শেষে রসুলপুর সরকারি কবরস্থানে দাফন করা হয়।