নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় বীর সৈনিক পাকিস্থানি হানাদার ও তাদের দোসরদের নির্মম নির্যাতনের শিকার বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো ইমাম বারী’র মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাদ যোহর সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযায় অংশ নিয়ে বীর মুক্তিযোদ্ধা ইমাম বারী’র মরদেহে শ্রদ্ধা নিবেদন করে তার যুদ্ধকালীন ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এমপি রবি।