নিজস্ব প্রতিনিধি : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আশরাফুল কবির খোকন ও আব্দুস সালামের নেতৃত্বে সকাল ১০টায় শহরের কাটিয়া টাউন বাজার থেকে একটি বিজয় মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ আব্দুর রাজ্জাকপার্কে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা সভায় মিলিত হন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক, যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহিম বাবু, শ্রম বিষয়ক সম্পাদক আকতার হোসেন বাবলু, আওয়ামী লীগ নেতা বকুল, আলম, বড় খোকন, সামির, মোকলেছুর রহমান মুক্ত, সবুজ, দুখে, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুজিবর রহমান প্রমুখ।