নব জীবন এর উদ্যোগে ৫১ তম মহান বিজয় দিবস-২০২২ উদ্যাপন করা হয়েছে। নব জীবন নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান’র সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সকাল ০৭.৩০ মিনিট এ সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত মার্চ পাষ্ট ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে নবজীবন ইন্সটিটিউট দল।
এরপর সকাল ১০:৩০ টার সময় নবজীবন অডিটোরিয়ামে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে অকুতভয় মুক্তিযোদ্ধারা হানাদার পাকিস্তানিদের বর্বরতার বিরূদ্ধে লাখো বীর বাঙালির সাথে একাত্মা হয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং শহীদ হন।
আজ লাখো প্রাণের উৎসর্গে অর্জিত আমাদের এই মহান স্বাধীনতাকে রক্ষা করতে সকল শ্রেণির জনগণকে এক হতে হবে ও দেশের সার্বিক কল্যানে সর্বদা নিয়োজিত থাকতে হবে। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে উন্নত বিশ্বের সাথে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আর এই এগিয়ে যাওয়ার অনুপ্রেরণায় আমাদের উদ্বুদ্ধ হয়ে স্ব স্ব স্থানে কঠোর পরিশ্রম করতে হবে।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, এইচ আর এন্ড এ্যাডমিন মোঃ রেজাউল করিম, নব জীবন মাইক্রাফাইন্যান্স এর কোঅর্ডিনেটর মোঃ সেলিম মিয়া। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালসায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট এর প্রধান মোঃ বাচ্চু মুন্সি। প্রেস বিজ্ঞপ্তি