নিজস্ব প্রতিনিধি : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৩৩ বিজিবি’র ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ও জনকল্যানমূলক কর্মসূচী পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ৯টায় ভোমরা বিওপি‘তে স্থাপিত স্মৃতিসৌধে উপ-অধিনায়ক, মেজর এস কে এম কফিল উদ্দিন এবং ভোমরা বিওপি‘র বিভিন্ন পদবীর বিজিবি সদস্যসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
অত্র ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি বেলা ১১.৩০মি: ব্যাটালিয়ন সদরের অভ্যন্তরে বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫০ জন স্থানীয় গরীব দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও, অত্র ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ২নং জিপি গেইট সংলগ্ন ব্যাংক বিল্ডিং এ বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক রোগ নিরুপনকরে পুরুষ ৫১ জন, মহিলা ৭৮ জন এবং শিশু ৩৯ জনসহ সর্বমোট ১৬৮ জন গরীব দুঃস্থ্যদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।