সোমবার , ১৯ ডিসেম্বর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কাপ উঠল বিশ্বসেরা ফুটবলার মেসির হাতেই : শেখ সিদ্দিকুর রহমান

প্রতিবেদক
satkhirar sakal
ডিসেম্বর ১৯, ২০২২ ১১:১২ অপরাহ্ণ

রুদ্ধশ্বাস টাইব্রেকারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কাপ উঠল বিশ্বসেরা ফুটবলার মেসির হাতেই..। কাতারের লুসেল স্টেডিয়াম সাক্ষী থাকলো বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে রুদ্ধশ্বাস এক ফাইনালের। এটাই কি বিশ্বকাপের ইতিহাসের সেরা ফাইনাল? হয়তোবা, এটাই কি বিশ্বকাপ ইতিহাসের সেরা ম্যাচ? হয়তোবা । এ যেন নিয়তিরই লিখন!

লিওনেল মেসির হাতে বিশ্বকাপ যাবে, কিন্তু সেটা যেনতেনভাবে নয়। নাটকের পর নাটক, স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা শেষে সম্ভবত বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে অবিশ্বাস্য চিত্রনাট্যের সমাপ্তিটা হবে মেসির হাতে ট্রফি ওঠার মধ্য দিয়ে। যে ট্রফি দিয়ে ফুরিয়েছে আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বজয়ের অপেক্ষা। কে জানে হয়তো এর মধ্য দিয়ে শেষ হবে সর্বকালের সেরা ফুটবলার নিয়ে বিতর্কও।

যে অধরা ট্রফিটা ছিল না বলে মেসিকে সেরা মানতে রাজি ছিলেন না অনেকে, কাল সেই ট্রফিটাও মেসির হয়ে গেল। কাতার বিশ্বকাপের দাম কত, মেসির হাতে যে চ্যাম্পিয়ান কাপটি দেখছেন তার দাম কত, জেনে নিন, (এবারের বিশ্বকাপে ফাইনাল খেলায় টিকিটের মূল্য ছিল ৬৬ হাজার টাকা বাংলাদেশী টাকায়)। প্রিয় পাঠক, আপনারা কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকেই ভাল আছেন ও সুস্থ আছেন।

বন্ধুরা আজ আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো বর্তমানে যে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দল কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ান ট্রফি পেলো তার দাম কত বাংলাদেশি টাকায়। বন্ধুরা ফুটবল হল গোটা বিশ্বে সব থেকে বেশি জনপ্রিয় তা অর্জন করে থাকা একটি খেলা। তাই এই ফুটবল বিশ্বকাপের ট্রফির দাম কত সে নিয়ে বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষা থাকাটাই স্বাভাবিক। এছাড়া বন্ধুরা আমরা আপনাদের এই পোষ্টের মাধ্যমেই জানিয়ে দেবো এই বিশ্বকাপের অর্থাৎ কাতার বিশ্বকাপের ট্রফির ডিজাইন কোন শিল্পী দ্বারা নির্মিত।

বর্তমানে এই কাতার বিশ্বকাপের স্বর্ণালী ট্রফিটির আর্থিক মূল্য মার্কিন ডলারের হিসাব করলে প্রায় ১ কোটি মার্কিন ডলার। আপনারা এটাও বলতে পারেন যে এই টাকা দিয়ে যতটা সোনা কেনা যাবে তা দিয়ে দুই জনেরও বেশি মানুষকে আগাগোড়া মুড়ে ফেলা যাবে সোনা দিয়ে। একটি ম্যালাকাইট ভিত্তির উপর এই ট্রফিটি নির্মিত।

এই ট্রফির উচ্চতা ৩৬.৮ পস/সেন্টিমিটার ও ওজন ৬.১ শম/কেজি। এতে ১৮ ক্যারেটের ৫ কেজি স্বর্ণ অর্থাৎ সোনা ব্যবহার করা হয়েছে। এর ম্যালাকাইটে তৈরি ভিত্তি মঞ্চের উচ্চতা ১৩ পস/ সেন্টিমিটার। বর্তমান বাজার মূল্য অনুযায়ী কাতার বিশ্বকাপের ট্রফির শুধু আর্থিক মূল্যই দেড় লাখ মার্কিন ডলার।

তবে এই কাতার বিশ্বকাপ ট্রফির আর্থিক মূল্যের বাইরে ও কিছু মূল্য যোগ করার জন্য রয়েছে। সব মিলিয়ে যার আর্থিক মূল্য এসে দাঁড়ায় ১ কোটি মার্কিন ডলার। ১৯৭৪ সালে প্রথমবার প্রবর্তনের পর যা জয় করে নেয় পশ্চিম জার্মানি। এছাড়াও, কাতার বিশ্বকাপের বর্তমান ট্রফির নকশা অর্থাৎ ডিজাইন করেন ইতালিয়ান ভাস্কর্য শিল্পী সিলভিও গাজ্জানিকা।

১৯৭০ সালে ব্রাজিল ৩য় বার বিশ্বকাপ জয় করে বিশ্বকাপের এই ট্রফি অর্থাৎ জুলেরিমে ট্রফিটি চিরতরের জন্য জিতে নেয়, যা স্থায়ীভাবে ব্রাজিলেই রয়ে গেছে। তখন প্রয়োজন পড়ে আরো একটি ট্রফির। তাই ১৯৭১ সালে সিলভিও গাজ্জানিকা আধুনিক নকশায় নতুন করে তৈরি করেন এই ট্রফি। সেই যুগে এর পেছনে খরচ হয়েছিল ৫০ হাজার মার্কিন ডলার। সময়ের সাথে মহিমার বৃদ্ধিতে বেড়েছে এই ট্রফির আর্থিক মূল্যও।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত