স্পোর্টস ডেস্ক : ১৭২ ম্যাচ খেলে আর্জেন্টিনা জার্সিতে করেছেন ৯৮ গোল। কাতার বিশ্বকাপের ফাইনালে পেলেন ২ গোলের দেখা। আসরে মোট ৭ গোলের পাশাপাশি করেছেন তিন অ্যাসিস্ট। গোটা টুর্নামেন্টে অবিস্মরণীয় পারফরম্যান্সের ফলে লিওনেল মেসির হাতে উঠেছে গোল্ডেন বলের পুরস্কারও।নিজের শেষ বিশ্বকাপ ম্যাচ বলেছেন বারবার, সেটাকে অবিস্মরণীয়ভাবেই রাঙিয়ে দিলেন ৩৫ বর্ষী মেসি। ২৩ মিনিটে স্পট কিক থেকে পান প্রথম গোল।
অতিরিক্ত সময়ে যাওয়া ম্যাচের ১০৮ মিনিটে ডান পায়ে আলতো টোকা দিয়ে নিশানাভেদ করেন এলএম টেন। ফাইনাল ম্যাচের ২৪ মিনিটের মাথায় পাওলো মালদিনির (২,২১৭ মিনিট) রেকর্ড ভেঙে বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় খেলা ফুটবলার বনে গেছেন মেসি। শেষে টাইব্রেকারে আর্জেন্টিনার প্রথম শটে সফল কিক নেন। সবশেষে হাসেন শিরোপার হাসিতে।