তাসকিন আহমেদ (শাওন) : সদর উপজেলার আলিপুর হাটখোলায় মেসার্স র্যাল্স সুইটস এন্ড ফাস্টফুড ও গার্মেন্টস শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ০৭নং আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুর রউফ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মেসার্স র্যাল্স সুইটস এন্ড ফাস্টফুড ও গার্মেন্টস এর পরিচালক শেখ আমিনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার প্রভাষক রায়হানুল কবির, দেবহাটা রিপোটার্স ক্লাব ও কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান, ০১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আতাউর সরদার ও এ্যাড. মোঃ সফিক উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটির সহ-সভাপতি আব্দুর রব, মাদরাসা শিক্ষক মাগফুর রহমান বাবলু, সিদ্দিকুর রহমান, ইব্রাহিম হোসেন ও রফিকুজ্জামান রিন্টু প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ ইমাম আলমঙ্গীর হোসেন।