আলতাফ হোসেন বাবু : আগামী ৩০ ডিসেম্বর ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে ২৫টি পদে ৫০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা শেষে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কর্র্তৃক প্রতিক বরাদ্দ উপলক্ষে শহরে তোফাজ্জেল-শহিদুল পরিষদের আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মো: তোফাজ্জেল হোসেন ও সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলামের নেতৃতত্বে মঙ্গলবার সন্ধায় শহরের পলাশপোল চৌধুরী পাড়ায় তোফাজ্জেল-শহিদুল পরিষদের নির্বাচনী অফিস থেকে একটি বিশাল আনন্দ মিছিল নিয়ে চায়নাবাংলা শপিং সেন্টার মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলাশপোল খান কমিউনিটি সেন্টার সংলগ্ন জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী মো: তোফাজ্জেল হোসেন, সিনিয়র সহ সভাপতি সাজেদুল ইসলাম বাবু, সহ সভাপতি আলী হোসেন রাজু, মো: আব্দুল গফ্ফার, ছাইদুল ইসলাম, হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী দিদারুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক রমজান আলী, বাবর আলী, সাংগঠনিক সম্পাদক প্রার্থী আব্দুল কাদের, সহ সাংগঠনিক সম্পাদক তবির হোসেন, কোষাধ্যক্ষ রুহুল কুদ্দুস, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম খোকন, ক্রীড়া সম্পাদক প্রার্থী হাবিবুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক হোসেন আলী, প্রচার সম্পাদক প্রার্থী শফিকুল ইসলাম, সহ প্রচার সম্পাদক প্রার্থী মিজানুর রহমান, যোগাযোগ সম্পাদক প্রার্থী জালাল উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক প্রার্থী শাহাজান আলী। এছাড়া আরো উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য পদপ্রার্থী কবির হোসেন খোকন, রবিউল ইসলাম, শেখ কাদের, মফিজুল ইসলাম, তপন কুমার সরকার সহ দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।