বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : মঙ্গলবার (২০ডিসেম্বর) সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ জামিয়াতুল মোদারেসিন কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েমের সভাপতিতে ও সংগঠনের সাধারণ সম্পাদক ও বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সংবধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ঘোনা মাদরাসার সুপার নজরুল ইসলাম, শিক্ষক কামরুজ্জামান, ইউনুস আলী, নজরুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের, মাওলানা শফিউল্লাহ, সাংবাদিক শেখ আল নূর আহমেদ (ইমন) প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা কে মাধ্যমিক শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখা ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।