বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

তালায় সরিষা ক্ষেতে বাম্পার ফলনের সম্ভাবনা

প্রতিবেদক
satkhirar sakal
ডিসেম্বর ২১, ২০২২ ১১:৩৯ অপরাহ্ণ

তাপস সরকার, তালা : সাতক্ষীরা তালা উপজেলার চলতি বছর মাঠের পর মাঠ সরিষার আবাদ হয়েছে। সরিষা ফুলের গন্ধে যেনো পুরো উপজেলা সুরভিত হয়ে উঠেছে। আবহওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

তালা উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় সরিষা চাষ হয়েছে ৮৯৬ হেক্টর জমিতে। এবছর ভালো ফলনের জন্য টরি-৭, বারি-১৪ ও ১৫ জাতের সরিষা চাষ করেছেন শতকরা ৯৯ ভাগ কৃষক। বাকি একভাগ চাষ হয়েছে দেশি সরিষাসহ অন্যান্য জাতের। সরিষা চাষ করতে প্রধানত চারটি জিনিস প্রয়োজন হয়।

এরমধ্যে রয়েছে ভালো বীজ, সার, সেচ ও যতœ। উপজেলার হাজরাকাটী গ্রামের কৃষক শের আলী সরদার বলেন, জমিতে চাষ দিয়ে বীজ বপনের উপযুক্ত হলে একবিঘা জমিতে ১৪ কেজি ইউরিয়া সার, ৮.৫ কেজি পটাশ, টিএসপি ১৮ কেজি, জিপসাম ১২.৫ কেজি, ম্যাগনেসিয়াম সালফেট ২ কেজি, জিংক সালফেট ৩.৭৫ কেজি, বরিক এসিড ৭.৭৩ কেজি ও প্রয়োজনমতো গোবর সার মিশিয়ে জমিতে ছড়িয়ে দিয়ে সরিষার বীজ বপন করেন। পরে আরেকবার প্রয়োজনমতো সার ওষুধ ও সেচ দিয়েছেন। এতে তিনি ভালো ফলনের আশা করছেন।

উন্নয়ন প্রচেষ্টা কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তার নয়ন হোসেন বলেন, আমরা উন্নয়ন প্রচেষ্টা পক্ষ থেকে ৪০জন চাষীকে বারী-১৪ জাতের বীজ প্রদান করেছি। ১বিঘা জমি চাষ করতে ৫/৬ হাজার টাকা খরচ হবে। ১ থেকে ২ বার সেচ, স্প্রে ও জৈব সার ব্যবহার করলে ৪ থেকে ৫ মণ ফলন পাওয়া যাবে। এতে কৃষক অনেক লাভবান হবেন।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, এবছর তালা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পতিত জমিতে সরিষা চাষ হয়েছে। সরিষার ফলন প্রতি বিঘায় অর্থাত্ ৩৩ শতাংশ জমিতে সাড়ে তিন থেকে সাড়ে চার মণ পর্যন্ত ফলন পাওয়া যাবে। কৃষকরা এবছর সরিষার বীজ বেশি চাষ করেছেন। এছাড়া তিনি উপজেলা বিভিন্ন গ্রামে বøক বা ক্ষেত পরিদর্শনসহ ভালো ফলন পেতে চাষাবাদের জন্য কৃষকদের পরামর্শ দিয়েছেন। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদী।

সর্বশেষ - সাতক্ষীরা সদর