নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ৩নং বৈকারী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে বৈকারী ইউনিয়নের আয়োজনে ইউনিয়নের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কওছার আলী মোল্যা, ইউনিয়ন যুব লীগের সভাপতি মো. জুলফিকার আলী জুলু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বৈকারী ইউনিয়নের সচিব মনতোষ কুমার সাধু, ইউপি সদস্য মো. খোকন মোল্যা, মো. আনারল ইসলাম, মো. মেহেদী হাসান দোলন, মো. শফিকুল ইসলাম মিলন, মো. শাহীন হোসেন, মো. জাহাঙ্গীর কবির, মো. আলী হোসেন, মো. আব্দুল জলিল, মো. মফিজুল ইসলাম, মোছাঃ নাছিমা খাতুন, মোছাঃ রহিমা খাতুন, মোছাঃ মৌলুদা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ১১জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয় এবং বৈকারী ইউনিয়নের ৫শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
##