বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

আশাশুনিতে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক মতবিনিময় সভা

প্রতিবেদক
satkhirar sakal
ডিসেম্বর ২২, ২০২২ ১০:৫২ অপরাহ্ণ

সাতক্ষীরার আশাশুনিতে উপক‚লীয় অঞ্চলগুলোতে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনডিপির আর্থিক সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ আয়োজিত সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার উপক‚লীয় ১০টি ইউনিয়নে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয় এই অনুষ্ঠানে।

গবেষণা প্রতিবেদনের উপর আলোচনায় বক্তারা বলেন, উপক‚লীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, স্থানীয় মানুষের বির্কপ কর্মসংস্থান সৃষ্টি, নারী ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা যথাযথ বৃদ্ধি করতে হবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত অভিযোজন করতে সকলকে একযোগে কাজ করতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণের আগে গবেষণা হওয়া দরকার। আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার এস.এম. হান্নান, আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস, শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দীপু, বড়দল ইউনিয়নের চেয়ারম্যান জগদীশ চন্দ্র দাশ সহ প্রমুখ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে সৃষ্ট মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জেলার উপক‚লীয় জনপদ আশাশুনি ও শ্যামনগর উপজেলা হতে সংগৃহীত তথ্যউপাত্ত উপস্থাপন করেন স্বদেশে প্রকল্প সমন্বয়কারী বিশ্বজিত দত্ত ও উপজেলা সমন্বয়কারী শেখ মোতাহার হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বদেশ’র সংস্থার উপজেলা সমন্বয়কারী ফারুক হোসেন।

এছাড়া সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন কমিউনিটি মোবিলাইজার চিরঞ্জিত মন্ডল, সৈকত কুমার সোম, হাবিবুর রহমান, আব্দুল আলিম, সম্পা সোম। মুক্ত আলোচনায় অংশ নেন এলজিইডির উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল হক, উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলের অতিরিক্ত ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জয় কুমার রায়, ভেটেনারী সার্জন ডাঃ মোঃ তরিকুল ইসলাম সহ প্রমুখ। সভায় বক্তারা বলেন, আমাদেরকে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বৈশি^কভাবে চিন্তাকরে নিজ নিজ এলাকায় তার প্রতিফলন করতে হবে।

বর্তমান সরকার ত্রাণ নির্ভর দুর্যোগ ব্যবস্থাপনা থেকে সরে এসে প্রশিক্ষণ ও দক্ষতা নির্ভর দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে। এজন্য সরকারী ও বেসরকারি পর্যায়ের সকল সংগঠনকে একত্রিত হয়ে সরকার প্রনীত কনটিনজেন্সিী প্লান এবং এসওডি অনুসরণ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করতে হবে। সর্বোপরি প্রধান অতিথি তার বক্তব্যে উপক‚লীয় মানুষের দুর্ভোগ লাঘবে স্বদেশ সংস্থাকে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহনের আহŸান জানিয়ে এবং প্রশাসনের সহযোগিতার প্রতিশ্রæতি প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ - সাতক্ষীরা সদর