দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় প্রবিন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরন বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) হাদিপুরস্থ ডিআরআরএ’র আঞ্চলিক কার্যালয়ে লিলিয়ানা ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় এবং ডিআরআরএ কর্তৃক বাস্তবায়িত “কমিউনিটি বেইজড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট (সিবিআইডি)” প্রকল্পের আওতায় উক্ত উপকরণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডিআরআরএ’র ব্যাবস্থাপক এমসিপি জি.এম. আনজির হোসেন, ডেপুটি ব্যাবস্থাপক তরুন কুমার সরদার। সভাপতিত্ব করেন সিবিআইডি প্রকল্পের সিবিআর কো-অর্ডিনেটর অসিত দেবনাথ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী শিশু ঝরেপড়া রোধ এবং শিক্ষাঙ্গনে যেন পিছিয়ে না পড়ে সেজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেও সদয় দৃষ্টি রাখতে হবে। ডিআরআরএ’র বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন। আগামীদিনে সেবামূলক উন্নয়ন কর্মকান্ড আরো প্রসারিত করতে সার্বিক সহযোগীতারও আশ্বাস দেন তিনি। এসময় দেবহাটার ৫ টি ইউনিয়ন থেকে মোট ২৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়।