পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় পানিই জীবন (ফেইজ-৩) আওতায় ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রকল্প কার্যালয়ে ডরপ এর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি এড. এফ এম এ রাজ্জাক। উপজেলা সমন্বয়কারী মোঃ আবু সায়েম হোসেন’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আজহার আলী, ইভল্ব প্রকল্প প্রোগ্রাম সমন্বয়কারী মাহবুবা আক্তার, হেলভেটাসের ইমন হোসেন, মোঃ হায়দার আলী পাড়, সাংবাদিক আলাউদ্দীন রাজা, পূর্ণ চন্দ্র মন্ডল, মহানন্দ অধিকারী ও প্রীতিশ মন্ডল, সুনিল বিশ্বাস, মোঃ মাসুম বিল্লাহ, নুরুন্নাহার পারভীন প্রমুখ।
সভায় পরিবর্তনশীল জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্থ জনগনের সুপেয় পানি ব্যবহারের নিশ্চিত করণে বাজেট ও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পিএমইউ তে অংশ গ্রহণের জন্য মনোনয়ন পত্র আহবান, বাঁকা ঈদগাহ মাঠ সংলগ্ন পিএসএফ এ সোলার সিস্টেম স্থাপন ও কুমখালী খাল পুনঃ খননের জন্য সংসদ সদস্যকে পিটিশন প্রদান করা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।