পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলার এনতাজ আলী স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০(A+) প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে মরহুম শেখ রাজ্জাক আলী এর “স্মারক গ্রন্থ” উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপালপুর ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে অত্র স্কুলের ২০২২সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০(A+) প্রাপ্ত ১০জন ছাত্র-ছাত্রীদেরকে মরহুম শেখ রাজ্জাক আলী এর “স্মারক গ্রন্থ” উপহার প্রদান করেন পাঠগারের নির্বাহী সচিব শেখ কামরুল ইসলাম, গ্রন্থগারিক কল্লোল মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান, সহকারী শিক্ষক শিব শংকর রায়, কালীপদ সরকার, হরিচাঁদ মন্ডল, সেলিম রেজা, আঃ আজিজ নায়েব ও ফজলুর রহমান, শংকর মল্লিক, গোপল মন্ডল, সন্তু বাছাড়, পরাগ বিশ্বাস সহঅন্যান্য শিক্ষকবৃন্দ ও জিপিএ প্রাপ্ত ছাত্র-ছাত্রীগণ।