বাবলা আহমেদ কালিগঞ্জ ব্যুরো : সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় মুমূর্ষু রোগীর প্রাণের টানে এগিয়ে আসুন রক্ত দানে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কালীগঞ্জ উপজেলা মৌতলা ব্লাড ফাউন্ডেশন ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে মৌতলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ও এসএসসি ২০২২ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কে সংবধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ নম্বর মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হালিমুর রহমান বাবু। বিশেষ অতিথি আন্তর্জাতিক ফিফা রেফারি ইকবাল আলম বাবলু, ২ নং বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কালিগঞ্জ কমিটির দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ আল-নূর আহম্মেদ (ইমন)।
অন্যান্যদের ভিতরে উপস্থিত ছিলেন, মৌতলা ব্লাড ফাউন্ডেশন’র উপদেষ্টা মুজাহিদুর রহমান, মৌতলা ব্লাড ফাউন্ডেশন’র সাবেক সভাপতি কাজী ফয়েজ, মৌতলা বøাড ফাউন্ডেশন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান। এছাড়াও মৌতলা ব্লাড ফাউন্ডেশন এর অন্যান্য সদস্য, সুশীলসমাজ, সাংবাদিক, জনপ্রতিনিধি প্রমূখ।
বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্লাড ফাউন্ডেশন’র প্রতিনিধিদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে, কৃতজ্ঞতা জানায় রক্তাঙ্গন পরিবার কে পাশাপাশি রক্তদান, সমাজসেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও সামাজিক কাজে অবদান রাখায় দেশের বিভিন্ন প্রান্তে থাকা স্বেচ্ছাসেবী সংগঠন কে সম্মাননা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌতলা বøাড ফাউন্ডেশন’র সাংগঠনিক সম্পাদক বিপ্লব।