শেখ বাদশা, আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুল্যার মোড়ে অবস্থিত বুধহাটা দারুল উলুম মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোঃ তমেজ উদ্দিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুধহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, আলহাজ্ব আব্দুস সাত্তার, মাদ্রাসার প্রতিষ্ঠাতা গয়েজ উদ্দিন গাজী, আলহাজ্ব ইয়াহিয়া আলম, ডাঃ কবিরুল ইসলাম, ডাঃ আবু সাঈদ, মোঃ রজব আলী, প্রধান শিক্ষক সালিম উদ্দিন, সহকারী শিক্ষক ইলিয়াস হোসেন, মাওলানা আব্দুল খালেক প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন ক্লাসের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।