আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়ায় এলাকার সাধারণ কৃষক, শ্রমিক, দিনমজুর ও শয্যাশায়ী ব্যক্তির নামে খায়রুল গাজী কতৃক মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির হাত থেকে রক্ষা পেতে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বিকালে তেঁতুলিয়া বাজারে তেঁতুলিয়া টু হোলদেপোতা সড়কে এলাকাবাসীর আয়োজনে এ দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাবেক ইউপি সদস্য সাইদুর রহমানের সভাপতিত্বে ও এলাকার শত শত নারী পুরুষের অংশ গ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবু সাঈদ মোড়ল, আকবার ফকির, মোশাররফ খান, মাসুম বিল্লাহ প্রমুখ। মানববন্ধনে মেজবার গাজী বলেন আমি একজন প্রতিবন্ধী। খায়রুল গাজী কতৃক আমার বিরুদ্ধেও হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
গৃহবধূ রতœা খাতুন বলেন খায়রুল গাজীর নেতৃত্বে রাতের আধারে কয়েকজন তাদের নিজেদের গাছ কর্তন করে। আমি চিৎকার করলে তারা পালিয়ে যায়। মানববন্ধন শেষে সরেজমিন তথ্য অনুসন্ধানে গেলে রজব আলী বলেন আমার বয়স ৮০ বছর। আমাকেও এই মিথ্যা মামলায় শ্লীলতাহানি অভিযোগে আসামী করা হয়েছে। অনুষ্ঠিত মানববন্ধন শেষে এলাকার শত শত সাধারণ মানুষ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।