শার্শা-যশোর(খুলনা) প্রতিনিধি : শার্শা কায়বা ইউনিয়নে অদম্য স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২৫শে ডিসেম্বর) সকালে অদম্য স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি এস.কে.নয়ন গরীব, অসহায় ও দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অদম্য স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক- তানভিন জামান সিমান্ত, সাংগঠনিক সম্পাদক -এস.এম হৃদয়, অর্থবিষায়ক সম্পাদক-আর.এম মামুন, ধর্মবিষায়ক সম্পাদক-হাফেজ মোঃ কবিরুল ইসলাম ও সিনিয়র সদস্য মোঃ বখতিয়ার রহমান ও সংগঠনের অনন্য স্বেচ্ছাসেবীরা। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ জিয়াউর রহমান জিয়া ও দৈনিক সাতক্ষীরার সকালের – শার্শা প্রতিনিধি সাংবাদিক- নাজমুল বিশ্বাস সুজন।