বাবলা আহমেদ (কালিগঞ্জ ব্যুরো) : সাতক্ষীরা কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের, ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ডিসেম্বর) সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গণে এ ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়।
মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাংবাদিক আশেক মেহেদীর সভাপতিত্বে ও মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আনারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১২ নং মৌতলা ইউপি চেয়ারম্যান মৌতলার মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা ফেরদাউস মোড়ল।
বক্তব্যে তিনি বলেন শিক্ষাই জাতীর মেরুদন্ড, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ ও জাতীর ভবিষ্যৎ। আজকের শিক্ষার্থীরা লেখা পড়া শেষ করে দেশ ও রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত রাখবে। অভিভাকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনার সন্তানকে ঠিক মতো লেখা পড়ায় আগ্রহী হতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী রফিকুল রহমান, জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর কালিগঞ্জ কমিটির দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ আল-নূর আহম্মেদ (ইমন) মৌতলা বাসস্ট্যান্ড ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা পারভীন, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য শেখ মশিউর রহমান, অভিভাবক মুন্সি মুকুল, সদস্য কার্তিক চন্দ্র, সদস্য শেখ মাহমুদুল্লাহ হক জিল্লু, আনসার উদ্দিন লাভলু বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকসহ ও ছাত্র ছাত্রী বৃন্দ ।