শেখ সিদ্দিকুর রহমান : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (২৬ ডিসেম্বর) সেমাবার সাতক্ষীরার পাটকেরঘাটা বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব জেলা সদস্য সাকিবুর রহমান বাবলা ও জেলা পুলিশের সহায়তায় তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নাজমুল হাসান।
এ তদারকি কার্যক্রমের সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থার পাটকেলঘাটা বড় বাজারে মেসার্স শেখ স্টোরে ২০ হাজার ও তাজ মেডিকেলে ১ হাজার টাকা মিলে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হেলালের গুঁড়া মশলা মিল সাময়িক তালাবদ্ধ করা হয়েছে। এসকল প্রতিষ্ঠান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২, ৪৪ ও ৫৩ ধারা লঙ্ঘন করেছে বলে জানাগেছে। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।