শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর মমিননগর থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার করেছেন শ্যামনগর থানা পুলিশ। সোমবার (২৬শে ডিসেম্বর)বিকাল আনুমানিক ৫ টার সময় নদীর চরে লাশ দেখেতে পেয়ে শ্যামনগর থানাকে অবহিত করেন স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে এসে অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের লাশ উদ্ধার করে। এ বিষয়ে উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নূরুল হাসান বাদল বলেন, একজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, যেহেতু পরিচয় সনাক্ত করা যায়নি সে জন্য ময়নাতদন্তে পাঠানো হবে।