কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, দেবহাটা উপজেলার নওয়াপাড়া এলাকার আসমান শেখের ছেলে মান্নান শেখ (৩৪) ও নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩২)।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে থানার উপ-পরিদর্শক মিলন বিশ^াসের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের সাতবসু এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৬০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মান্নান ও সাইফুলকে আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) হালিমুর রহমান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় মামলা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।