দেবহাটা প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারী ঐতিহাসিক গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে নলতা রেসিডেন্সিয়াল কলেজ মাঠে আয়োজিত জনসভা সাফল্য মন্ডিত করতে দেবহাটায় আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবু বকর গাজীর সঞ্চালনায় এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে দেবহাটার প্রত্যেকটি ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আলহাজ¦ মুজিবর রহমান।
উল্লেখ্য, ঐতিহাসিক গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ৭ জানুয়ারী নলতা রেসিডেন্সিয়াল কলেজ মাঠে এ জনসভার আয়োজন করেছে নলতা ইউনিয়ন আওয়ামী লীগ। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপিসহ সাতক্ষীরা জেলা ও সকল উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।