নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-১৫৭৩) ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে তোফাজ্জেল-শহিদুল পরিষদের নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে জয়লাভের লক্ষে বুধবার সন্ধা সাড়ে ৭টায় সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড পুরাতন সাতক্ষীরা বদ্দিপুর বাজারে তোফাজ্জেল-শহিদুল পরিষদের উক্ত নির্বাচনী পথ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বদ্দিপুর স্থানীয় শ্রমিকনেতা আবুল কাশেম পুটু’র সভাপতিত্বে ও আজিজুল ইসলাম মিঠুর সঞ্চালনায় নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন ছাতা প্রতিক নিয়ে অংশগ্রহণকারী সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব মো: তোফাজ্জেল হোসেন, উড়োজাহাজ প্রতিক নিয়ে সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী মো: শাজিদুল ইাসলাম বাবু, ঘড়ি প্রতিক নিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী দিদারুল ইসলাম, কুড়াল প্রতিকে সহ সাধারণ সম্পাদক প্রার্থী রমজান আলী, সিংহ প্রতিক নিয়ে সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো: আব্দুল কাদের মোড়ল, গরুর গাড়ি প্রতিকে সহ সাংগঠনিক সম্পাদক প্রার্থী তবির হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, চশমা প্রতিক নিয়ে সহ সভাপতি ছাইদুল ইসলাম, ডালিম প্রতিকে কোষাধ্যক্ষ প্রার্থী রুহুল কুদ্দুস, কর্ণিক প্রতিকে দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম খোকন, ফুটবল প্রতিকে ক্রীড়া সম্পাদক প্রার্থী হাবিবুর রহমান, ডাব প্রতিকে সমাজ কল্যাণ সম্পাদক প্রার্থী হোসেন আলী, হারিকেন প্রতিকে প্রচার সম্পাদক প্রার্থী শফিকুল ইসলাম, ট্রাক প্রতিকে সহ প্রচার সম্পাদক প্রার্থী মিজানুর রহমান, উট পাখি প্রতিকে যোগাযোগ সম্পাদক প্রার্থী জালাল উদ্দীন, আম প্রতিকে ধর্ম বিষয়ক সম্পাদক প্রার্থী শাহাজান আলী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মাইক প্রতিকে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী কবির হোসেন খোকন, রিকশা প্রতিকে রবিউল ইসলাম, বই প্রতিকে শেখ কাদের, ইজিবাইক প্রতিকে মফিজুল ইসলাম, টেলিফোন প্রতিকে তপন কুমার সরকার সহ সংগঠনের নেতা ও শতশত কর্মী-সমর্থকরা। সভায় বক্তরা বলেন ইমারত নির্মান শ্রমিকদেও নার্য্য অধিকার নিশ্চিত করতে তোফাজ্জেল-শহিদুল পরিষদেও বিকল্প নেই।
গিবত করে মিথ্যা কথা বলে মিষ্টি কথা তৈরি কওে বক্তব্য দিলে ভোট বাড়ে না, ভোট পাওয়া যাবেনা। অর্থ দিয়ে নয়, ভালোবাসার ভোটেই তোফাজ্জেল- শহিদুল পরিষদ বিজয়ী হবে। আর এই পরিষদ বিজয়ী হলে প্রতি তিন বছর পরপর শ্রমিক ইউনিয়নের ভোট হবে। তাই আগামী ৩০ ডিসেম্বর তোফাজ্জেল- শহিদুল পরিষদ কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মো: মাসুদুর রহমান।