বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সাতক্ষীরার তিন সাংবাদিককে সম্মাননা স্বারক দেওয়া দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহরের লেকভিউ কনফারেন্স হলে ‘সামাজিক রক্তদান সেবায় আমরা’ সংগঠনটির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে তাদেরকে এ সম্মাননা স্বারক দেওয়া হয়।
সম্মাননা স্বারক পাওয়া সাতক্ষীরার তিন সাংবাদিক হলেন এখন টিভির রিপোর্টার ও জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, যমুনা টিভি ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম, ঢাকাপ্রকাশের সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি নাজমুল শাহাদাৎ জাকির। প্রেস বিজ্ঞপ্তি