বিলাল হোসেন, শ্যামনগর ব্যুরো : শ্যামনগরে একমাত্র আয়ের উৎস মটর চালিত ভ্যান হারিয়ে পথে পথে ঘুরছে আব্দুল গাজী। হারিয়ে যাওয়া ভ্যান খুঁজে পাওয়ার আশায় উপজেলা শহরের অলিগলিতে ঘুরেবেড়াতে দেখা যায় শ্যামনগর বাধোঘাটা সিনেমা হলের পাশে বাড়ি মো: আব্দুল গাজীর।
জানাযায় আব্দুল গাজী সরকারি সিএন্ডবির জায়গায় বসবাস করে। স্ত্রী ও তিন কন্যা সন্তান সহ ৫ জনের সংসার তার। ভ্যান চালিয়ে কোন রকম সংসার চালাত আব্দুল গাজী। ভ্যান চালিয়ে মেয়েদের লেখাপড়া শিখানোসহ সব খরচ বহন করত ঐ ভ্যানের উপরে। ভাগ্যের করুণ পরিনতি তার সেই বেঁচে থাকার একমাত্র উৎস মটর ভ্যান হারিয়ে নি:স হয়ে গেছে। কি ভাবে সংসার চালাবে মেয়েদের লেখাপড়া শিখাবে এ নিয়ে পড়েছে চিন্তায়।
তার কাছে এমন কোন অর্থ নেই যে সেই অর্থ দিয়ে পুনরায় ভ্যান কিনে চালিয়ে সংসার চালাবে। অসহায় আব্দুল বিপাকে পড়ে হারানো ভ্যান খুঁজে পাওয়ার আশায় পথে পথে খুঁজে বেড়াচ্ছে। সাথে সাথে হারিয়ে যাওয়া ভ্যান খুঁজে পেতে প্রশাসনের সহযোগিতাও চেয়েছেন। অশ্রæসিক্তে আব্দুল গাজী বলেন, গত সোমবার ভ্যান চালিয়ে সন্ধ্যায় ৭ টার দিকে বাসার সমনে রেখে ভাত খাইতে যাই খেয়ে এসে দেখি আমার ভ্যান নেই। অনেক খোঁজাখোজি করেও এখনো পায়নি পরিবার নিয়ে খুব অসহায় অবস্থায় দিন পার করছি। যদি ভ্যান না পাওয়া যায় তাহলে আমার পরিবর ও মেয়েদের লেখা পড়া চালাতে পারবো না। কোন মহাৎ ব্যক্তির সহযোগিতায় পিরে আসতে পারে আব্দুলের পরিবারে শান্তি ও ৩ কন্যা সন্তানের ভবিষৎ।
##