সকাল ডেস্ক : “রক্তদানে গড়বো দেশ, মানবতার বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ‘সামাজিক রক্তদান সেবায় আমরা’ সংগঠনটির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহরের লেকভিউ কনফারেন্স হলে নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় দিনটি।
অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠতা ও চেয়ারম্যান রিপন সালাফির সভাপতিত্বে ও সহ-সভাপতি সাদিকুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক খলিলুল্লাহ ঝড়ু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা তুফান কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মফিজুর রহমান ঢালী, প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠা সভাপতি আতিকুজ্জামান সাহেদ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শুভংকর দেসহ অনেকে। অনুষ্ঠান পরবর্তী মানবিক কাজে অবদান রাখায় সাংবাদিক, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও শ্রেষ্ঠ রক্তদাতাদের মাঝে সম্মাননা স্বারক দেওয়া হয়।