নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ঘুর্ণিঝড়ের পূর্বাভাস-ভিত্তিক আগাম-কার্যক্রমের খসড়া প্রোটকল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
ইউরোপিয়ান ইউনিয়ন হিউমেনিটেরিয়ান এইড (ECHO) এর অর্থায়নে এবং এসিএফ ও উত্তরণ স্টেপ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মাসরুবা ফেরদৌস।
এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ অফিসার, জেলা মৎস্য অফিসার, জেলা প্রাণিসম্পদ ট্রেনিং অফিসার, জেলা তথ্য অফিসার, জেলা মৎস্য ট্রেনিং অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফিন্স, সিপিপি, উত্তণের প্রোগ্রাম ডেভলপমেন্ট অফিসার জাহিনসামস্ স্বাক্ষর, প্রকল্প সমন¦য়কারী মোঃ রেজওয়ান উল্লাহসহ সভায় সরকারি, বেসরকারি, দেশিয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।