সকাল ডেস্ক : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর আর্থিক সহযোগীতায় বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২ নব জীবন আয়োজিত “বঙ্গবন্ধু বিএনএফ শিক্ষাবৃত্তি প্রদান” শীর্ষক প্রকল্প এর আওতায় উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ভাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক একেএম শফিউল আজম। প্রধান অতিথি উপকারভোগী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নব জীবন থেকে তোমরা যে শিক্ষা সহযোগীতা পাচ্ছ তা অবশ্যই পড়াশুনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। তাই এই সহযোগীতাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তাছাড়া বাল্য বিবাহ, মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা থেকে নিজেদের সুরক্ষা করতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে যেন তারা পড়ার যোগ্যতা অর্জন করতে পারে সে জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহবান জানান। এছাড়া নব জীবন থেকে প্রাপ্ত সহযোগীতা যেন সঠিক উদ্দেশ্যে ব্যবহার করে শিক্ষার্থীরা জীবনে সফলতা অর্জন করে সেজন্য তিনি শিক্ষার্থী ও তাদের অভিভাবক অভিভাবিকাদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান। আরো উপস্থিত ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনষ্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক শেখ মফিজুর রহমান, নব জীবন এর এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার মোঃ রেজাউল করিমসহ উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবক অভিভাবিকাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম অফিসার মোঃ আনোয়ার হোসেন।