সকাল ডেস্ক : গত ১৫ আগস্ট ২০২২ইং তারিখে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কুশখালী বিওপি‘র একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন সীমান্ত এলাকার বাঁশদাহ এলাকা হতে ০১টি এ্যারাবিয়ার রেসিং ঘোড়া উদ্ধার করে। ঘোড়াটি Throughbred জাতের। Byerly Turk, Darley Arabian, Godolphin এ্যারাবিয়ার তিনটি জাত ব্রিডিং করে সৃষ্ট এই জাত। ঘোড়দৌড়ের জন্য এ জাতের ঘোড়ার বিশ্বব্যাপি ব্যাপক চাহিদা রয়েছে।
এ জাতীয় ঘোড়া শুধুমাত্র মধ্যপ্রাচ্যে বিশেষ করে আরব রাষ্ট্রসমূহে প্রজনন করা হয়ে থাকে। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী Throughbred জাতের ০১টি এ্যারাবিয়ার রেসিং ঘোড়া এর বয়স, উচ্চতা ও দৌড়ের দক্ষতা অনুযায়ী আনুমানিক মূল্য দেড় থেকে তিন কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। এই জাতের ঘোড়া সাধারণত অন্যান্য ঘোড়ার মতো, তাজা ঘাস, মানসম্পন্ন খড়, শস্য এবং কিছু সম্পূরক ফল এবং শাকসব্জি খেয়ে থাকে।
উক্ত ঘোড়াগুলো সাধারণত ২৫-৩০ বছর বেঁচে থাকে কিন্তু সুষ্ঠুভাবে লালন পালন করলে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার উদাহরণ রয়েছে। ঘোড় হস্তান্তর অনুষ্ঠানে কর্ণেল মামুনূর রশীদ, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, খুলনা এবং শাহ্ আহমদ ফজলে রাব্বি, উপ-মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, অধিনায়ক, লেঃ কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি), উপ পরিচালক মোর্শেদা খানম, জেলা কমান্ড্যান্ট, সাতক্ষীরা, অফিসার, জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদবীর সৈনিক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।