আলতাফ হোসেন বাবু : কবিতা, সাহিত্য, প্রবন্ধ লিখে শুধু পান্ডলিপির মধ্যে সিমাবদ্ধ রাখলে চলবেনা। কবিতা, সাহিত্য, প্রবন্ধ লেখনির মাধ্যমে সমাজ থেকে জনজল দূর করতে হবে, পরিস্কার করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে হবে। আসুন শুদ্ধ বাংলার মাধ্যমে আমরা সাহিত্য লিখি। কবিতা, সাহিত্য ও প্রবন্ধ হোক নদী রক্ষা, পরিবেশ রক্ষার অস্ত্র। পরিবেশ হল মানুষে মানুষের মিলন মেলা।
কবিতা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরায় অষ্টাদশ কবিতা উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিশু একাডেমি ঢাকার মহাপরিচালক শিশু সাহিত্যিক-ছড়াকার আনজীর লিটন এসব কথা বলেন। ‘পরিবেশের জন্য কতিবা’ ¯েøাগানে কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি মন্ময় মনির’র সভাপতিত্বে শুক্রবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ত্রিশমাইলে অগ্রগতি রিসোর্ট মিলনায়তনে অষ্টাদশ কবিতা উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিশু একাডেমি ঢাকার মহাপরিচালক শিশু সাহিত্যিক- ছড়াকার আনজীর লিটন বলেন, সাতক্ষীরা একটি প্রাণের জায়গা। এখানে আছেন খান বাহাদুর আহছানউল্লাহ (র.), কবি সিকান্দার আবু জাফর, সাহিত্যিক ওয়াজেদ আলী মিয়ার মতো গুণিব্যক্তি ও মহান মানুষ। এছাড়া রয়েছে সৌম্য-মোস্তাফিজদের মতো বিশ্বমানের খেলোয়াড়। রয়েছে প্রাকৃতিক সৌন্দরর্য্য বিশ্বসেরা সুন্দর বন।
প্রধান অতিথি বলেন, আসুন আমরা ২০২৩ সালে নতুন করে সেজে উঠি। আমরা বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি ধরে রাখি। প্রথম সূর্য উঠুক নতুন বাংলাদেশ। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করি। আমরা ভাষার জন্য জীবন দিয়েছি। স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি। আমরা ছেলে- মেয়েদের হাতে বই দেই। আগামীর প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায়। ঢাকায় মেট্ররেল চালু হয়েছে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হিসেবে রূপ নিচ্ছে।
সমাজে সাহিত্য চর্চার পাশাপাশি সা¤প্রদায়িকতা থেকে বেরিয়ে, অস¤প্রদায়িক দেশ গড়ি। দেশ ও জাতির উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। সাতক্ষীরা কবিতা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল’র সঞ্চালনায় অষ্টাদশ কবিতা উৎসবে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মইন, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নাট্যকার খায়রুল বাশার, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কবি শেখ নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, আইডিয়াল’র পরিচালক ডা. নজরুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘মুক্ত চিন্তা, দায়বদ্ধ স্বাধীনতা ও রণেশ কথন’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। উদীচী শিল্পগোষ্ঠী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে ও কবি গুলশান আরার সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন কবি শুভ্র আহমেদ। প্রবন্ধ বিষয়ের উপর আলোচনা করেন অধ্যাপক আব্দুল হামিদ, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লেখিকা নাজমুন নাহার, কবি স. ম তুহিন।
দুপুর ২টায় অনুষ্ঠানের তৃতীয় পর্বে স্বরচিত কবিতাপাঠ ও আবৃত্তি করেন কবি মন্ময় মনির, কবি শুভ্র আহমেদ, কবি এলিজা খাতুন, ফারিহা ইসলাম, সাইফুদ্দিন সাইফুল, মুস্তাক আহমেদ, আশেক মেহেদী, মিল্টন সানা মার্জান, লামইয়া মার্জান, শেখ ফারুখ হোসেন, কামাল হোসেন, লুৎফর চৌধুরী। অষ্টাদশ কবিতা উৎসবে চারজন গুণি ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রাদন করা হয়। কবিতায় কবি শাহাবুদ্দীন ও কবি এলিজা খাতুন, সাহিত্যে লুৎফর চৌধুরী এবং সমাজ সেবায় আইডিয়াল’র পরিচালক ডা. নজরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।