পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ইট বোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল ৩ বছরের শিশু কন্যা জান্নাতুলের। সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সুতা গ্রামের আল-আমীন হোসেনের মেয়ে। ঘটনাটি শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার চাঁদখালীর চককাওয়ালী গ্রামের প্রধান সড়কে ঘটে।
ঘটনাস্থল থেকে পুলিশ ট্রলিটি জব্দ করে। নিহতের পিতা আল-আমীন জানান, চাকরি সূত্রে আমি চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামে খোকন গাজীর বাড়ি ভাড়া নিয়ে বসবাস করি। শনিবার সকালে আমার ৩ বছরের শিশু কন্যা জান্নাতুল বাড়ির সামনে রাস্তার পাশে খেলা করছিল। এমন সময় সাতক্ষীরা জেলার আশাশুনির বড়দল আব্দুর রশিদের ইটভাটা হতে ইট বোঝাই ট্রলি দ্রæত গতিতে চালিয়ে আমার কন্যকে চাপা দেয়।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শাকিলা তাকে মৃত্যু ঘোষনা করেন। পাইকগাছা থানার পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে ট্রলিটি আটক করেছে, চালক পালিয়ে গেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।