সোমবার , ২ জানুয়ারি ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

আশাশুনিতে মোবাইল কোর্টে মাছ বিনষ্ট : দেড় লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ২, ২০২৩ ১২:৩৭ পূর্বাহ্ণ

শেখ বাদশা , আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ মাছ ব্যবসায়ীকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও বাগদা চিংড়ী বিনষ্ট করা হয়েছে। রবিবার (১ জানুয়ারি) র‌্যাব-৬ এর সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। র‌্যাব-৬ এর অধিনায়ক মেজর গালিবের নেতৃত্বে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) বিধিমালা ১৯৯৭ (সংশোধিত বিধিমালা ২০০৮) এর বিধি লংঘন করায় শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় গ্রামের আল আমিনের বাড়িতে কোর্ট পরিচালনা করে ৪০ কেজি বাগদা চিংড়ী জব্দ ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই গ্রামের রমেশ মন্ডলের বাড়ি থেকে ৯০ কেজি বাগদা চিংড়ী জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা এবং বুড়াখারাটি গ্রামের শাহজাহান সরদারের বাড়ি থেকে ৬০ কেজি বাগদা চিংড়ী জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত চিংড়ী মানিকখালী নদীতে ফেলে বিনষ্ট করা হয়। এসময় সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর