তাপস সরকার, তালা : এসইপি উপ-প্রকল্পের আওতায় প্রকল্প সমাপনী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জানুয়ারি) সাস ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে এ আয়োজন করা হয়। কর্মশালায় উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়ক এ,এস,এম মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের- সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, বিসিক, খুলনার উপ-মহাব্যবস্থাপক এনাম আহমেদ, সাতক্ষীরার উপ-ব্যবস্থাপক গোলাম সাকলাইন, সাসের নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, সাসের সমন্বয়ক শাহ আলম প্রমুখ।
প্রকল্পের আওতায় অদ্যাবধি বাস্তবায়িত কার্যক্রম ও তার প্রভাব এবং কার্যক্রমে বাস্তবায়নে সামগ্রিক অভিজ্ঞতা তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক শাহনেওয়াজ কবির এবং মাল্টিমিডিয়ায় উপস্থাপনা করেন পরিবেশ কর্মকর্তা ইমরুল কায়েস।
উপস্থিত অতিথি এবং মৃৎশিল্পীগণ পটারী উপ-প্রকল্পের কার্যক্রমে তাদের সন্তুষ্টি প্রকাশ করে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।