তাপস সরকার, তালা : তালার অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার পক্ষ থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা প্রদান হয়েছে। বুধবার (৪ জানুয়ারি ) বিকাল ৩টায় উন্নয়ন প্রচেষ্টার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএস এম মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, বেসরকারি উন্নয়ন সংস্থা সাসের পরিচালক শেখ ইমান আলী, উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক জাহিন সামস্ স্বাক্ষর প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসয়ী ঠিকাদার কল্যাণ বসু, তালা থানার তদন্ত ওসি আবুল কালাম আজাদ, উন্নয়ন প্রচেষ্টার শাহনেওয়াজ কবীর শাওন, কৃষিবিদ নয়ন হোসেন, গিয়াস উদ্দিন, এস এম নাহিদ হাসান, মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন, শেফারুল আলম, মনির হোসেন প্রমুখ। এ সময় অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।