কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি ) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়েবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ন সম্পাদক আশেক মেহেদী যুগ্ন সম্পাদক মনিরুল ইসলাম মনি, কোষাধাক্ষ শামসুল হুদা কবির খোকন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মডেল, ভাড়া শিমলা ইউনিয়ন পরিষদের নাঈমুর হাসান নাঈম, চেয়ারম্যান দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, উপজেলা ক্রীড়া সদস্য শাহিনুর রহমান শাহিন, সৈয়দ মমিনুর রহমান, রওশনারা খানম প্রমূখ।সভায় শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ গেমস ২০২৩ আন্ত উপজেলা ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ও বিভাগীয় কমিশনার ফুটবল খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা এবং ফুটবল পুরুষ ও নারী দল গঠন উপলক্ষে আলোচনা হয়।