দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম সহ উপজেলা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ। প্রতিযোগীতা চলাকালীন খেলায় হার-জিতকে কেন্দ্র করে যাতে করে পূর্বের ন্যায় কোন দল বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেদিকে বিশেষ দৃষ্টি রাখার জন্য সিদ্ধান্ত হয়। পাশাপাশি যদি কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে এধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটায় তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানকে ডিসকোয়ালিফাই করার সিদ্ধান্তও নেয়া হয়।