গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি সাতক্ষীরায় আসছেন ০৮ জানুয়ারী রবিবার। কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি রবিবার সকাল সাড়ে ১০টায় কলারোয়ার তুলসীডাঙ্গায় সরিষা চাষীদের সাথে মত বিনিময় করবেন।
সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে উপস্থিত হবেন। দুপুর ২টায় নলতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মহান বিজয় দিবস ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নলতা এ এম আর কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।