কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিকতার প্রতীক পুরুষ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক, স্বদেশ সাতক্ষীরা’র সুহৃদ, প্রগতিশীল নাগরিক ব্যক্তিত্ব, মানবাধিকার সংস্কৃতিক ফাউন্ডেশনের জেলা শাখার ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা শাখার সা¤প্রদায়িক সম্প্রতি বজায় রাখুন কমিটির আহবায়ক, জলবায়ু অধিপরার্মশ ফোরাম জেলা কমিটির সদস্য সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: আনিসুর রহিমের আকষ্মিক ইন্তেকালে কলারোয়া উপজেলা নাগরিক কমিটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা নাগরিক কমিটির আহবায়ক এড. কাজী আবদুল্লাহ-আল-হাবিব, সদস্য সচিব সাংবাদিক এস এম জাকির হোসেনসহ কমিটির সকল সদস্যবৃন্দ। মহান আল্লাহ তা’আলার কাছে মরহুমের জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়েছে।