আলী নেওয়াজ, আশাশুনি : আশাশুনি উপজেলার আনুলিয়ায় গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আনুলিয়া শেখ রাসেল যুব সংঘ কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা তাঁতীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় তৌহিদুজ্জামান, আব্দুল্লাহ আল আসিফ, তুহিন, গৌর মন্ডল, হাসান, আছাদুল, আলমগীর হোসেন প্রমুখ। সভায় ৮ জানুয়ারি নলতায় গণতন্ত্রের বিজয় দিবস ও সমআর্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশাল জনসভাকে সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।