নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রতিদ্বন্দি সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নব নির্বাচিত শুক্রবার সন্ধায় সাতক্ষীরার শহরের পাকাপুল সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদের মিলনায়তনে উক্ত নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ তোফাজ্জেল হোসেন’র সভাপতিত্বে নব নির্বাচিত নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সদস্য সচিব সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি বিশিস্ট ঠিকাদার এনছান বাহার বুলবুল, সদস্য সাতক্ষীরা পৌরসভায় বারবার নির্বাচিত কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, নির্বাচনে তোফাজ্জেল-শহিদুল পরিষদের উপদেষ্টা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা শেখ হারুণ অর রশিদ, বারী- রাজ্জাক পরিষদের নির্বাচনী উপদেষ্টা জাফর আলী মোল্যা, সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নব নির্বাচিত সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তা এবং নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাচিত ২৫জন নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।