রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কলারোয়ায় সরিষা ক্ষেতে মৌ-চাষ ও মধু আহরণ কার্যক্রম পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ৮, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ

শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় ফসলি মাঠের সরিষা ক্ষেতে মৌ-চাষ ও মধু আহরণ কার্যক্রম পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। রবিবার (৮ জানুয়ারী) দুপুর একটার দিকে উপজেলার হেলাতলা মৌজার সরিষা মাঠে স্থানীয় মৌ-চাষী কবিরুল ইসলামের ফার্ম পরিদর্শন করেন তিঁনি।

পরে কলারোয়া পৌরসদরের ইউরেকা পেট্রোল পাম্প সংলগ্ন তুলশীডাঙ্গায় জেলা প্রশাসন, বিএআরআই ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে কৃষক সমাবেশে কৃষকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি। এ সময় তিনি বলেন, প্রতিবছর আমরা ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা ডলার খরচ করে সয়াবিন তেল ও পাম্প তেল আমদানি করি। বিজ্ঞানীরা নতুন নতুন সরিষার জাত আমদানী করেছে। এতে বিঘাতে ৬ থেকে ৭ মন সরিষা হয়।

আমাদের বিজ্ঞানীরা নতুন আমন ধানের জাত উদ্ভাবন করেছে। ১১০ থেকে ১১৫ দিনের মধ্যে আমন ধান ও ৮০দিনে সরিষা হচ্ছে। এতে অতিরিক্ত ফসল হিসেবে সরিষায় মুনাফা হচ্ছে। কৃষক ৩০ থেকে ৪৫ হাজার টাকা অতিরিক্ত আয় করতে পারবেন।’ তিনি আরো বলেন, সরিষার আবাদ বাড়িয়ে বিদেশের উপর ৪০ থেকে ৫০ভাগ নির্ভরশীলতা কমিয়ে আনা হবে। এক সময়ে বাংলাদেশের মানুষ সরিষার তৈল দিয়ে রান্নার কাজ করতো। এবার সাতক্ষীরা জেলায় ব্যাপক সরিষার ফলন হয়েছে।

পাশাপাশি এই সরিষার মাঠে অনেক মধু উৎপাদন হচ্ছে যা দিয়ে ৩০ হাজার কোটি টাকার বেশী বৈদেশিক মুদ্রা আয় হবে। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কৃষক সমাবেশে বিএআইআর এর পরিচালক (গবেষণা) তারিকুল ইসলাম, খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ফরিদুল ইসলাম, কৃষিবিদ নুরুল ইসলাম, কৃষিবিদ ড. জালালউদ্দীন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতা সরদার মুজিব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, আওয়ামী লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, পৌর আওয়ামী লীগ সভাপতি আজিজুর রহমান, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, সদস্যা মাহফুজা রুবি, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, পৌর কাউন্সিলর সফিউল আলম সফি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক প্রমুখ। পরে মন্ত্রী সাতক্ষীরার কালিগঞ্জের নলতার উদ্দেশ্যে কলারোয়া ত্যাগ করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জের কৃষ্ণনগর দেলোয়ার হোসেন সাঈদীর রুহের মাগফিরাত কামনা

রাস্তার পাশে রাখা স্কেভেটর ভেঙে দিল সড়ক বিভাগের উচ্ছেদকারীরা

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ

শহীদ দিবস উপলক্ষে রচনা-চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শ্রীউলা ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত সাংসদ আশরাফুজ্জামান আশু

কর্মসম্পাদন ব্যবস্থাপনা ও জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক আলোচনা সভা

নারীরা জাগ্রত ও সচেতন হলে সমাজে কোন ক্ষেত্রে তারা বঞ্চিত হবে না- এমপি রবি

বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে সখিপুর খানবাহাদুর আহ্ছানউল্লাহ সরকারি কলেজ চ্যাম্পিয়ন