কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে ৮ জানুয়ারি ২০২৩ রবিবার বেলা ১২টায় কালিগঞ্জ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (D.D) সাতক্ষীরা দীপক কুমার সাহা।
বিশেষ অতিথি (A.D.C.C) সাতক্ষীরা দীন মোহাম্মদ, (A.D.F.P) সাতক্ষীরা, গাজী বশির আহম্মেদ, বিশেষ অতিথি বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি (F.P.I) সাবেক মৌতলা শংকর কুমার সিংহ, অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদায়ী অতিথির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ঋধি মথুরেশপুর ইউনিয়ন শামসুন্নাহার, Fpi দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন মিজানুর রহমান, ঋধি চম্পাফুল (সবপি) আনোয়ারা খাতুন, Saemo রতনপুর ঋপি মনিরুল ইসলাম, ঞভঢ়ধ কালিগঞ্জ রফিকুল ইসলাম, অনুষ্ঠানের সভাপতিতো করেন (Momchfp) ডাঃ প্রবীণ কুমার মুখার্জি, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মথুরেশপুর ইউনিয়ন এর (F.P.I) শাহ আলম, পরবর্তীতে ক্রেস প্রদানের মাধ্যমে বিদায় অতিথিকে সম্মাননা জানানো হয়, অনুষ্ঠানটি কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।