শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলার কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের আত্মহত্যার প্ররোচনার মামলার আসামী শেখ আব্দুর রহিমসহ ৬ জনকে আটক করেছে র্যাব ও পুলিশ। শনিবার (৭ জানুয়ারী) দুপুরে ঢাকার রমনা এলাকার একটি বাসা থেকে তাদেরকে আটক করে র্যাব ও পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, এস. আর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শেখ আলী মোর্তজা, মোঃ জাকির হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: সালাউদ্দীন, সামাজিক বিজ্ঞানের শিক্ষক আব্দুল মান্নান, শারীরিক শিক্ষার শিক্ষক আব্দুল মজিদ।
প্রসঙ্গত : গত ৪ জানুয়ারী কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার তার ভাড়া বাড়িতে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার প্ররোচনার দায়ে আবুল বাশারের স্ত্রী নুরনাহার পারভীন স্কুলের ম্যানেজিং কমিটির ৭ সদস্যের নামে মামলা দায়ের করেন। আটকের বিষয় নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মো: নুরুল ইসলাম বাদল।