দেবহাটা প্রতিনিধি : শিক্ষকদের মাঝে ঋণ বিতরণের মধ্যদিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো দেবহাটা উপজেলা চাকুরীজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ণ লিমিটেড। সোমবার বেলা ১১টায় সংগঠনটির সখিপুর মোড়স্থ কার্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে শিক্ষকদের মাঝে প্রথম ঋণদান কার্যক্রম শুরু করে সংগঠনটি।
এসময় উপজেলা চাকুরীজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি সেন্ট্রাল হাইস্কুলের শিক্ষক সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের মালতী রানী মন্ডল, জেলা চাকুরীজীবি কো-অপারেটিভ লিমিটেডের সঞ্জয় দত্ত, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা চাকুরীজীবি কো-অপারেটিভ লিমিটেডের সাধারণ সম্পাদক শিক্ষক রুহুল আমিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ ও ঋনগ্রহীতা শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার ১০জন শিক্ষকের মাঝে ২৩ লক্ষ টাকা ঋন বিতরণ করা হয়।