আলী নেওয়াজ, আশাশুনি : দেশ ব্যাপী গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্যদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচির অংশ হিসাবে কালিগঞ্জ এরিয়া অফিসের আওতাধীন আশাশুনিতে কম্বল বিতরনের করা হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনি গ্রাম ব্যাংক কার্যালয়ে সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরন করেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ এরিয়া ম্যানেজার সেলিম রেজা। আশাশুনি শাখা ম্যানেজার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেকেন্ড ম্যানেজার আব্দুল জলিলের পরিচালনায় সদস্যদের মাঝে কম্বল বিতরনকালে উপস্থিত ছিলেন আশাশুনি গ্রামীন কেন্দ্র ব্যবস্থাপক আরিজুল ইসলাম, পল্টু বিশ্বাস ও জাকির হোসেনসহ ব্যাংকের কর্মচারীবৃন্দ।
এ ছাড়া একই দিনে দুপুরে কালিগঞ্জের চাম্পাফুল গ্রামীন ব্যাংকের শাখায় প্রধান অতিথি গ্রামীন ব্যাংকের কালিগঞ্জ এরিয়া ম্যানেজার সেলিম রেজা সংগ্রামী সদস্যদের মধ্যে কম্বল বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন চাম্পাফুল গ্রামীন ব্যাংকের শাখা ব্যবস্থাপক প্রশান্ত কুমার নাথ, সেকেন্ড ম্যানেজার দিনেশ চন্দ্র মন্ডল, কেন্দ্র ব্যবস্থাপক সমরেশ হালদার, মলয় বিশ্বাস, মিলন ঘোষ, মাছুদুর রহমান, আঃ খালেক ও রফিকুল ইসলাম প্রমুখ।