নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক ফজলে সামস্ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনূল হোসেন খান নিখিল এর নির্দেশনায় সাতক্ষীরায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের উদ্যোগে বুধবার এশার নামাজ শেষে শহরের রসুলপুর কাশফুল হাফিজিয়া কোরআন মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত।
এতিম শিশুদেও মাঝে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাবেক নেতা জাহিদ হাসান বাপ্পি। এসময় মাদ্রসার সুপার মো. বদরুজ্জামান সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।