আলতাফ হোসেন বাবু : পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ভালোবাসায় সিক্ত হলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি কর্তৃক সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম-সেবা) কে “রাষ্ট্রপতি পুলিশ পদকে” ভূষিত করায় জমকাল আয়োজনে পুলিশ সুপার কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
পুলিশ সপ্তাহ -২০২৩ উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে ১০ জানুয়ারি মঙ্গলবার সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাতক্ষীরার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান কে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, নিশ্চয়ই এই সম্মান প্রাপ্তির সমান অংশীদার সাতক্ষীরাবাসী এবং সাতক্ষীরা জেলা পুলিশের প্রতিটি সদস্য। আপনাদের সহযোগিতা এবং জেলা পুলিশের প্রতিটি সদস্যের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই অর্জন ও প্রাপ্তি।
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান’র সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাক সাতক্ষীরা সভানেত্রী মোছা: মরিয়ম খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো: সজীব খান, পুনাক সাতক্ষীরা সাধারণ সম্পাদিকা শাহনাজ সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) মো: আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, পুনাক কোষাধ্যক্ষ সিতিমা শিলা, অতিরিক্ত পুলিশ সুপার(কালীগঞ্জ সার্কেল) মো: আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার(তালা সার্কেল) মো: সাজ্জাদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, সাতক্ষীরা ট্রাফিক বিভাগ টিআই, শ্যামল কুমার চৌধুরীসহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
এদিকে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান কে সাতক্ষীরা পুলিশ লাইন্সের প্রধন ফটক থেকে শুরু করে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ পর্যন্ত সড়কের দু’ধারে দাঁড়িয়ে পুলিশ সদস্যরা তাকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান।